ইট-পাথরে শখের বাগান!
ব্যস্ত দিন শেষে ক্লান্ত মনে ঘরে ফিরছেন। নিজের বাসার গেটের সামনে দাঁড়াতেই মনটা কেমন সতেজ হয়ে গেল। এটি সম্ভব হয়েছে বাড়ির সামনে এক চিলতে সবুজের জন্য। ইট-পাথরের শহরে চনমনে রাখা যায় যদি ভবন বা অ্যাপার্টমেন্টের সামনে গাছগাছালি থাকে। ঢাকার ধানমন্ডির ‘রক্তজবা’ অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের কথাই শোনা যাক। ছয়তলা বাড়ির ফ্ল্যাটের বাসিন্দারা বিকেলটা কাটানোর জন্য ভবনের প্রবেশ পথে গাছগাছালি ঘেরা জায়গাটুকু বেছে নেন। আর গাছগাছালি ঘেরা এই ছোট্ট বাগানের সামনে রেখে বসার জন্য কয়েকটি বেঞ্চ পাতা রয়েছে।...
Posted Under : Health Tips
Viewed#: 132
আরও দেখুন.

